Song Credits :
Song : Olosh Dupur
Singer : Rishi Panda
Written & Composer : Niladri Banerjee
Arranged Mixed and Mastered by Debayan Banerjee
Digital Partner : Bengal Web Solution
Follow us here:
https://www.facebook.com/RishiPandaRP https://www.instagram.com/rishi_panda https://www.facebook.com/niladri.banerjee.798
Lyrics :
তোমার আমার অলস দুপুর
চার দেওয়ালের সুর
ঢেউয়ের আওয়াজ ঝাঁপিয়ে পড়া নিরব সমুদ্দুর
কালচে সবুজ নীলচে আলোয়
আকাশ মরুদ্দ্যান
তুলসী তলায় সন্ধ্যে দিল
আলগা পিছুটান
ভুলেছে সব, এ অনুভব,
এক টুকরো মন কেমন
খোলা হাতের ধারাপাতে,
পরিযায়ী আস্ফালন।।।।
আলতো আলোতে, বয়ে যাওয়া স্রোতে
সীমানা পেরোতে থাকে ছাতিম ফুলের ঘ্রাণ
আলগোছে ছুঁলো, মরীচিকা ধুলো,
এবুকে ফেরালো কিছু খুচরো অভিমান
আগলে রেখে দিচ্ছি শুধু নতুন পরিচয়
তোমার আমার নামের মানে মিথ্যে অপচয়
ভুলেছে সব এ অনুভব, একটুকরো মন কেমন
খোলা হাতের ধারাপাতে পরিযায়ী আস্ফালন।।।