Ishita
Ishita
Lyrics

Lyrics
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর আমি আছি ঝরাপাতায় নতুন খাতায় মলাট হয়ে গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না কথা দিলাম- কথা রাখার মন দিয়ে মন হারাবার চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা প্রেমেরই মানে বই থেকে, বয়েছে উদাসি হাওয়া বিকেলে ক্লাসের অজুহাত, ঠোঁটে প্রহর গোনা থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া পরিযায়ী আর্দ্র মেঘেদের মতন গল্প বোনা আমি ভবঘুরে – জানি খুব বেসুরে তবু শুনবে কি এই গান? গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলেনা কথা দিলাম- কথা রাখার মন দিয়ে মন হারাবার চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা
Ishita
Music – Rishi Panda Lyrics – Shreyam Acharya Illustration & Animation – Rishi Panda Title – Prantik
Lyrics
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর আমি আছি ঝরাপাতায় নতুন খাতায় মলাট হয়ে গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না কথা দিলাম- কথা রাখার মন দিয়ে মন হারাবার চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা প্রেমেরই মানে বই থেকে, বয়েছে উদাসি হাওয়া বিকেলে ক্লাসের অজুহাত, ঠোঁটে প্রহর গোনা থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া পরিযায়ী আর্দ্র মেঘেদের মতন গল্প বোনা আমি ভবঘুরে – জানি খুব বেসুরে তবু শুনবে কি এই গান? গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলেনা কথা দিলাম- কথা রাখার মন দিয়ে মন হারাবার চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা
Music – Rishi Panda
Lyrics – Shreyam Acharya
Illustration & Animation – Rishi Panda
Title – Prantik
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর
আমি আছি ঝরাপাতায় নতুন খাতায় মলাট হয়ে
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না
কথা দিলাম- কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা
আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা
প্রেমেরই মানে বই থেকে, বয়েছে উদাসি হাওয়া
বিকেলে ক্লাসের অজুহাত, ঠোঁটে প্রহর গোনা
থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া
পরিযায়ী আর্দ্র মেঘেদের মতন গল্প বোনা
আমি ভবঘুরে – জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলেনা
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলেনা
কথা দিলাম- কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা-লাল শাড়ি-স্কুল ছুটির-ঈশিতা
আনমোনা- রাগ ভীষণ-মন কেমন- ঈশিতা
#RishiPanda #Ishita Ishita | Rishi Panda
Rishi Panda
You can subscribe This Channel To Get more Songs…
Introduction :-
You Can Visit Our Websites :- JACCHE.COM
Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com
YouTube Channel :- Apu Chandro Sorker